জাতীয় ঐক্যের আন্দোলন-কর্মসূচি চূড়ান্ত করতে ড. কামালের বাসায় আজ সন্ধ্যায় কোনো বৈঠক হচ্ছে না।
বৈঠকের বিষয়ে ড. কামাল হোসেন নিজেও জানেন না। এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব মোস্তফা আমিন।
আজ সোয়া চারটার দিকে তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, ড. কামালের বাসায় যে বৈঠক হবে, এ তথ্য তিনি নিজেই জানেন না। হোস্ট যদি নিজেই না জানে, সেখানে বৈঠক হয় কি করে।
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বিএনপিসহ জাতীয় ঐক্যের নেতাদের বৈঠক থেকে জানানো হয়, পরবর্তী বৈঠক হবে ড. কামালের বাসায় ১১ অক্টোবর সন্ধ্যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন