সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে দেওয়া বক্তব্যর বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেই সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে ভুল বক্তব্য ও শব্দ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
ভুল স্বীকার করে জাফরুল্লাহ বলেন, জেনারেল আজিজ একজন দক্ষ আর্টিলারি সেনা কর্মকর্তা। তিনি চট্টগ্রামের সেনানিবাসের জিওসি ছিলেন না, কমান্ডডেন্টও ছিলেন না। তিনি তার কর্মজীবনের এক সময় চট্টগ্রামের সেনাছাউনিতে আর্টিলারি প্রশিক্ষক ছিলেন।
তিনি বলেন, সময় টেলিভিশনের বিশেষ অনুরোধে শারীরিক দুর্বলতা নিয়েই আমি গত ৯ অক্টোবর রাত ১০টায় টকশোতে অংশ নেই। এ সময় সেনাপ্রধান জেনারেল এম এ আজিজ সম্পর্কে অসাবধানতাবশত একটি ভুল তথ্য উল্লেখ করেছিলাম।
জাফরুল্লাহ বলেন, দেশে অঙ্গ প্রতিস্থাপনের আইনের সঙ্কীর্ণতার কারণে আমার বিকল কিডনি রোগের উত্তম চিকিৎসা সুলভে কিডনি প্রতিস্থাপন বাংলাদেশে সম্ভব নয় বলে জীবন রক্ষার নিমিত্তে আমাকে প্রতি সপ্তাহে তিনদিন চার ঘণ্টা করে হোমাডায়ালাইসিস করাতে হয়। ডায়ালাইসিস শেষ করার পর স্বাভাবিক কারণে শারীরিক দুর্বলতা বাড়ে ও মানসিক স্থিতিও কিছুটা কমে।
তিনি আরও বলেন, তার (আজিজ আহমেদ) বিরুদ্ধে কোর্ট মার্শাল হয়নি। কেবল একবার কোর্ট অব ইনকোয়ারি হয়েছিল। ভুল বক্তব্য ও শব্দ বিভ্রাটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও মর্মাহত। সেনাবাহিনী বা জেনারেল আজিজের সম্মানহানি করা আমার উদ্দেশ্য ছিল না। এরূপ অভিপ্রায়ও আমার নেই। জেনারেল আজিজকে আমি অসাবধানতাবশত কোনো মনকষ্ট দিয়ে থাকলে সে জন্য ফের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন