আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, “দুই পক্ষই নিজেদের দাবিতে অনড়। কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। ঐক্যফ্রন্ট আবারও সংলাপের দাবি জানিয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”
বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষে গণভবন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এসব বলেন।
বৈঠক সূত্র জানায়, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১০ সদস্যের নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারসহ ৪টি প্রস্তাব দেওয়া হয়। এছাড়া, খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরি নাকচ হয় যায় বলে জানা গেছে। বেলা সোয়া দুইটার দিকে ঐক্যফ্রন্ট নেতারা গণভবন থেকে বের হয়ে যান।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৮/মাহবুব