প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দাবি নিয়ে আলোচনা অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
বুধবার গণভবনে ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ড. কামাল হোসেন আরও বলেন, গায়েবি মামলা বন্ধ ও নেতাকর্মীদের গ্রেফতার না করার আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
বৈঠক সূত্র জানায়, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১০ সদস্যের নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারসহ ৪টি প্রস্তাব দেওয়া হয়। এছাড়া, খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরি নাকচ হয় যায় বলে জানা গেছে। বেলা সোয়া দুইটার দিকে ঐক্যফ্রন্ট নেতারা গণভবন থেকে বের হয়ে যান।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৮/মাহবুব