আগামীকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার গণভবনে ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সংলাপ চালিয়ে যাব। কারণ সংলাপও আমাদের আন্দোলনের একটি অংশ।
খালেদার মুক্তির ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, এ বিষয়ে কথা হয়েছে। আমাদের ৭ দফার প্রথম দফায় তার (খালেদা জিয়া) মুক্তির কথা বলা আছে।
এদিকে, বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আগামীকাল বৃহস্পতিবারই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৮/মাহবুব