বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে আবারও কারাগারে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে হাসপাতাল থেকে খালেদাকে বহনকারী গাড়ি নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের উদ্দেশ্যে রওনা হয়।
এদিকে, খালেদা জিয়ার কারাগারে নেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিএসএমএমইউ ও নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।
কারা সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হতে পারে। আজ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা আছে। আদালতটি কারাগারেই অবস্থিত। হাসপাতাল থেকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং হাজিরা শেষ হলে তাকে কারাগারে নেয়া হতে পারে।