অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত বলেছেন, আগামীকাল শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে। পদত্যাগ করা চার টেকনোক্র্যাট মন্ত্রীর জায়গায় নতুন কেউ মন্ত্রিত্ব পাবে না। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ হয়নি।
বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এসব কথা বলেন।
চার টেকনোক্র্যাট মন্ত্রীর জায়গায় নতুন কাউকে আনা হবে কী না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, না, নতুন কাউকে আনা হবে না। এ চার মন্ত্রণালয় বর্তমান মন্ত্রীদের বাড়তি দায়িত্ব হিসেবে দেয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা