একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
মঙ্গলবার সকালে তিনি বলেন, “৩০ ডিসেম্বরের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই।”
এর আগে ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হলেও রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে সোমবার দুপুরে তা পরিবর্তন করে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
বিডি প্রতিদিন/কালাম