১৫ ডিসেম্বর, ২০১৮ ১১:৪০

দেশে মানসম্মত কর্মসংস্থানের প্রকট সংকট রয়েছে: হোসেন জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক

দেশে মানসম্মত কর্মসংস্থানের প্রকট সংকট রয়েছে: হোসেন জিল্লুর রহমান

দেশে মানসম্মত কর্মসংস্থানের প্রকট সংকট রয়েছে মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, এর জন্য গভীর সংস্কার প্রয়োজন।

শনিবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে পিপিআরসি ও আইসিসির যৌথ আয়োজনে এক নাগরিক সংলাপে তিনি একথা বলেন।

সংলাপে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, উন্নয়নের মহাসড়কে রয়েছে বাংলাদেশ, এসব কথা বাতুলতা মাত্র। কেননা মহাসড়কে যেতে হলে একটি ফিটনেনসম্পন্ন গাড়ি, একজন দক্ষ চালক এবং কিছু নীতি ও রেগুলশন দরকার। যার কোনটাই এখন বাংলাদেশে নেই। ফলে এসব কথা হল বাতুলতা। 

একই সঙ্গে অনুষ্ঠানে আয় বৈষম্যের ক্ষেত্রে বাংলাদেশ বিপদজনক জোনের কাছাকাছি রয়েছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।


বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর