১৯ ডিসেম্বর, ২০১৮ ২০:৫৪

নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ কবিতা খানমের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ কবিতা খানমের

নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ এবং আইনের অবৈধ ব্যবহার থেকে বিরত থাকার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনময় সভায় এ আহ্বান জানান তিনি। 

কবিতা খানম আরও বলেন, নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। নির্দেশনা যেন বক্তৃতায় সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করতে হবে। ভোটার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা বিধানে সকল বাহিনীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। এতো কিছুর পরও নির্দেশনার কোনো ব্যতয় হলে তাদের ক্ষমা করা হবে না বলেও হুশিয়ারী দেন তিনি। 

সভায় ৭ম পদাতিক ডিভিশনের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, র‌্যাব-৮’র কমান্ডিং অফিসার আতিকা ইসলাম, বিভাগের ছয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনা, বিজিবি, কোস্টগার্ড এবং নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর