বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দেশ বরেণ্য কবি আল মাহমুদকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এ খবর নিশ্চিত করেছেন আল মাহমুদের সহকারী আবিদ আজম।
তিনি জানান, শুক্রবার থেকে আল মাহমুদের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে শনিবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে প্রথমে সিসিইউ এবং রাত ১২টা ২৫ মিনিটে আইসিইউতে নেওয়া হয় তাকে। আল মাহমুদের সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/হিমেল