শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মান উন্নয়নের বিষয়টি বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সে ইশতেহারের একটি অন্যতম মূল অঙ্গীকার। গত ১০ বছরের আমাদের শিক্ষাখাতে ব্যাপক অর্জন রয়েছে। সেই অর্জনের ওপর ভিত্তি করে আমরা আগামী দিনে আরো অর্জন চাই। সেই মানের দিকে আমরা এগিয়ে যেতে চাই।
রবিবার দুপুরে রাজধানীর নায়েম মিলনায়তনে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশের শিক্ষার সর্বোচ্চ মানোন্নয়নে কাজ করছে সরকার। সন্তানদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষা এমন একটি খাত, যেখানে সব জায়গায় কিছু না কিছু চ্যালেঞ্জ আছে। তার মানে এই নয় যে, আমরা সর্ব্বোচ্চ যে মান সেখানে পৌঁছাতে চাই না। আমরা নিশ্চয়ই সর্বোচ্চ মানে পৌঁছাতে চাই। শিক্ষার যে মূল উদ্দেশ্য আমাদের সেইভাবে সহায়তা যেন সবাই করে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত