একাদশ জাতীয় সংসদের আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এইচ এন আশিকুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি হয়েছেন একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মির্জা আজম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন শেখ ফজলে নূর তাপস।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবারের সংসদের বৈঠকে এসব কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়। এর আগে ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে বিধি মোতাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এসব কমিটি গঠনের প্রস্তাব করেন। এ নিয়ে এ পর্যন্ত মোট ৩৭টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হলো। দশম সংসদে মোট পঞ্চাশটি স্থায়ী কমিটি গঠিত হয়েছিল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম