অস্ত্র ও মাদকের সব মামলার চার্জশিট এক মাসের মধ্যে জমা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মাদক মামলার তদন্ত ও তদারকির জন্য বিশেষ সেল গঠন করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
এছাড়া, বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের এক নাগরিকসহ চারজনকে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় গাজীপুরের জয়দেবপুরের এসআই আব্দুল হালিমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নুরুল ইসলাম শেখের আইনজীবী আব্দুল কুদ্দুস বাদল আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব