ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচন এবং উভয় সিটির কাউন্সিলর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নিরপেক্ষ দায়িত্ব পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, জাতীয় নির্বাচন ছিল রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও নিরপেক্ষ। আশা করি, উপজেলা ও সিটি নির্বাচনেও একই পরিবেশ থাকবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সোমবার সকালে নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে এজেন্টদের নিরাপত্তা দিতে পুলিশকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সিইসি আরও বলেন, উপজেলা ও সিটি নির্বাচনে সব দলের অংশগ্রহণ না করলে ইসির কিছু করার নাই। তবে প্রতিযোগিতামূলক ভোট চায় কমিশন। সকল ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ভূমিকা রাখতে হবে।
সভায় জাতীয় নির্বাচনে সহিংসতামুক্ত ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান সিইসি।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব