ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দু’টি আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান প্রবন্ধ উপস্থাপন করেছেন। সেমিনারে বাংলাদেশের উচ্চশিক্ষার সার্বিক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি চেয়ারম্যান।
সেন্টার ফর পলিসি রিসার্চ ইন হায়ার এডুকেশন, ন্যাশনাল ইন্সটিটিউট অব এডুকেশনাল প্লানিং এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে ‘এম্পলয়মেন্ট এন্ড এম্পলয়াবিলিটি অব হায়ার এডুকেশন গ্রাজুয়েটস’ শীর্ষক ১ম সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের প্রতিনিধি সেমিনারে অংশ নেন।
অধ্যাপক মান্নান তার প্রবন্ধে গত এক দশকে বাংলাদেশে উচ্চশিক্ষায় সাফল্য, নারীর অংশগ্রহণ, কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসি’র ভূমিকা তুলে ধরেন। তিনি সদ্য সমাপ্ত উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের সাফল্য তুলে ধরে বলেন, বিশ্ব ব্যাংক প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রকল্পকে ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে আখ্যা দিয়েছে। ইউজিসি এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ছিল।
ইউজিসি চেয়ারম্যান সার্ক ইউনিভার্সিটি’র সেমিনারে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকালোয় তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পরামর্শ দেন। তিনি বলেন, এ অঞ্চলে বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে এবং এটি তাদের প্রকৃত সম্পদ। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে জনসম্পদে রূপান্তর করতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন