বর্তমানে সস্ত্রীক বাংলাদেশ সফরে আছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
রবিবার (১৪ এপ্রিল) সকালে তিনি যোগ দেন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ অনুষ্ঠানে।
এতে অংশ নিয়ে বাংলায় শুভেচ্ছা জানান তিনি।
তিনি বাংলায় বলেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই পান্তাভাত খাইয়েছেন?’
ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আজকে অনেক খুশি হয়েছি। আমি এখান থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য খুবই এক্সসাইটেড হয়ে আছি। ময়মনসিংহে আমি সাত বছর ছিলাম। এরপর ঢাকায় চার বছর এফসিপিএস করেছি। এখানে এসে মনে হচ্ছে, আমার দ্বিতীয় বাড়িতে এসেছি।’
উল্লেখ্য, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং পড়ালেখা করেছেন ময়মনসিংহ ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজে। তিনি পুরোপুরি বাংলা বলতে পারেন এবং বোঝেন।
বিডি প্রতিদিন/কালাম