বস্ত্রখাতের উন্নয়ন নিশ্চিত করতে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বস্ত্র খাতে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ ভবনে আজ অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মির্জা আজম। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মো. ইসরাফিল আলম, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশ নেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক, বিজেএমসি, বিটিএমসি ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, মন্ত্রণালয়ের অধীনস্থ ‘শেখ হাসিনা তাঁত পল্লী স্থাপন’ ও ‘শেখ হাসিনা টেক্সটাইল কলেজ নির্মাণ’ শীর্ষক বড় প্রকল্প দুটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া শ্রমিক অসন্তোষ দূর করার লক্ষ্যে বকেয়া মজুরী পরিশোধসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এসময় আরো জানানো হয়, বস্ত্রখাতে ১৬টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং নতুন ১৬টি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সংসদীয় কমিটির সুপারিশের আলোকে জমির প্রাপ্যতাসহ আলোচিত বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার