২৫ এপ্রিল, ২০১৯ ১২:৩২

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

ফের ফাঁস হয়েছে কওমি মাদ্রাসার চলমান দাওরায়ে হাদিস পরীক্ষার প্রশ্নপত্র। ফলে স্থগিত করা হয়েছে আজকের আবু দাউদ শরিফের পরীক্ষা।

এ নিয়ে সনদের সরকারি স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নপত্র দুবার ফাঁস হওয়ার ঘটনা ঘটলো।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া গওহরডাঙ্গার চেয়ারম্যান মুফতি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশ্নপত্র ফাঁসের কারণে দাওরায়ে হাদিস জামাতের আজকের আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস পরিচালিত ফরিদাবাদসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি বড় মাদ্রাসায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এ কারণ চলমান দাওরায়ে হাদিস পরীক্ষা বাতিল হওয়ার পর দ্বিতীয়বারের মতো গত ২৩ এপ্রিল থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর