গত এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে প্রবল শক্তি সঞ্চয় করেছে ঘূর্ণিঝড় ফণী। এটি অত্যন্ত ক্ষীপ্রতার সাথে অগ্রসর হচ্ছে। ওড়িশায় এটি আঘাত হেনেছে সকাল পৌনে ৯টার দিকে।। সকাল সাড়ে ১০টায় কলকাতা থেকে ফণীর অবস্থান ছিল ৪১৮ কিলোমিটার দূরে। দিঘা থেকে ৩৬৪ কিলোমিটার।
শুক্রবার দুপুরে বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
ফণীর বর্তমান অবস্থান দেখুন এখানে
এরই মধ্যে ওই রাজ্যের পুরী উপকূলে আঘাত হেনেছে। পুরী উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার।
দেশটির সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, ঘূর্ণিঝড় ফণীর কারণে তীব্র হাওয়া এবং বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশের রাস্তার ধারে বৈদ্যুতিক পোল ও গাছ-পালা উপড়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কালাম