এরই মধ্যে ভারতের ওড়িশা রাজ্যে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ওই রাজ্যের পুরী ও গোপালপুর উপকূলে আঘাত হেনেছে এটি।
কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হানবে বাংলাদেশেও। তবে এর তীব্রতা হবে ভারতের চেয়ে প্রায় অর্ধেক। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (৩ মে) আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, ওড়িশা রাজ্যে ২০০ কিলোমিটার গতিবেগে ছোবল মারা ফণী দুর্বল হয়ে বাংলাদেশে আসবে ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক আরও জানান, সন্ধ্যার দিকে বাংলাদেশে ফণী আছড়ে পড়বে। এর প্রভাব থাকতে পারে দুইদিন। এর প্রভাবে আজ-কাল (শুক্র-শনি) দিনভর বৃষ্টি থাকবে।
বিডি প্রতিদিন/কালাম