নিস্তেজ হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। ফলে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে ৩ নম্বর সতর্ক সংকেত দিতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সাতক্ষীরা, যশোর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর ঘূর্ণিঝড় ফণী আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এর ফলে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে ৩ নম্বর সতর্ক সংকেত দিতে বলা হলো।
বিডি প্রতিদিন/কালাম