মানুষের ক্রয়ক্ষমতা আড়াই গুণ বেড়েছে বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১০ বছরে দেশে দারিদ্র্য ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। মাথাপিছু আয় ৬শ' ডলার থেকে প্রায় দুই হাজার ডলারে উন্নীত হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা আড়াই গুণ বেড়েছে। মাথাপিছু আয় সাড়ে তিনগুণ বেড়েছে। স্বল্প আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
আজ রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপি নেতা-কর্মীদের রাজনৈতিক সমালোচনা বা বক্তব্য দেওয়ার সময় ভদ্রতা বজায় রাখার পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, অবশ্যই সব কিছুর সমালোচনা থাকতে হবে। আমরা যুক্তি-তর্কভিত্তিক সমাজ ব্যবস্থায় বসবাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করেন।
তিনি আরও বলেন, বাজেট দেওয়ার পর বিএনপি, সিপিডি গত ১০ বছর ধরে একই সমালোচনা করে আসছে যে বাজেট উচ্চাবিলাসী, বাস্তবায়নযোগ্য নয়, গরিব মানুষের কল্যাণ বয়ে আনবে না, সেটি থাকবেই। বাজেট ঘোষণার পরপর গৎবাঁধা কথা থাকবেই।
বিডি প্রতিদিন/এ মজুমদার