একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়।
সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সংসদ ভবন থেকে সাবেক এই রাষ্ট্রপতির মরদেহ জাতীয় মসজিদ ‘বায়তুল মোকাররমে’ নেওয়া হবে। এখানে তৃতীয় জানা অনুষ্ঠিত হবে।
এর আগে রবিবার ক্যান্টনমেন্টের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কালাম