প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ দলটির কাকরাইল আফিসে নেওয়া হচ্ছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ কাকরাইলের দলীয় আফিসের উদ্দেশে নেওয়া হয়।
সেখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সর্বসাধারণ।
উল্লেখ্য, রবিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরশাদ।
তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সোমবার বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্টের কেন্দ্রীয় জামে মসজিদে।
বিডি প্রতিদিন/কালাম