এখনও দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি ১৯ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আগামী ২৪ ঘণ্টায় মধ্যাঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।
শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চচল বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অপরদিকে মধ্যাঞ্চলেরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে কুশিয়ারা এবং দেশের দক্ষিণাঞ্চলের নদী সমূহ ব্যতীত অন্যান্য সকল নদ-নদীর পানি হ্রাস পেতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা নদী ব্যতীত দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-মধ্যাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, তিতাস, ধরলা, ঘাঘট, ব্রক্ষপুত্র, যমুনা, আত্রাই, ধলেশ্বরী ও পদ্মা নদীর পানি ১৯ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে সর্ব্বোচ ৫৫ ও ফুলছড়িতে ৫৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম