পলিথিন বন্ধে সারাদেশে আটটি টাস্কফোর্স কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার পলিথিন বন্ধে কাজ করছে। তবে এর উৎপাদন বন্ধে সব কারখানা বন্ধ করা যাচ্ছে না। যেসব পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর নয়, সেগুলো উৎপাদন করা যাবে বলে জানান মন্ত্রী।
আজ বুধবার পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা পলিথিন নিষিদ্ধ করেছি। তবে, কিছু কিছু ক্ষেত্রে পলিথিন ব্যবহারের সুযোগ আছে। সব পলিথিনই তো সমস্যা তৈরি করে না। সরকারের নীতিমালার আওতায় যেসব পলিথিন নিষিদ্ধ, সেগুলোর উৎপাদন বন্ধ করে দেবো। যেগুলো তৈরির আইন আছে, সেগুলো তৈরি করতে পারবে। যা নিষিদ্ধ নয়, তা তো বন্ধ করতে পারবো না। তবে পলিথিনের ব্যবহারের নিরুৎসাহিত করা হচ্ছে। পাট দিয়ে আমরা বিকল্প ব্যাগ তৈরি করছি। এ পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার