অস্থায়ীভাবে ‘সুপারনিউমারারি পদ’ সৃজন করার মাধ্যমে বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি জট ও বৈষম্য নিরসনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সার্ক দেশসমূহে এমপিদের ভিসা স্টিকারের মেয়াদ এক বছর থেকে বৃদ্ধি করে পাঁচ বছর করার সুপারিশ করা হয়।
সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ.স.ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পনির উদ্দিন আহমেদ এবং বেগম ফেরদৌসী ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাথে বিসিএস (ইকনমিক) ক্যাডারের একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত সম্পাদন করার সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটি দ্রুততম সময়ের মধ্যে ভূমি ম্যাপ ও জরিপসমূহ অধিকতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে সম্পাদন করার সুপারিশ করা হয়। এছাড়াও কমিটির সদস্যদের প্রশ্নের জবাবে সরকারি কর্মচারীদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন