আসন্ন ঈদুল আজহার আগাম টিকিট বিক্রির শেষ দিনে কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ অপেক্ষার পর সকাল ৯টায় শুরু হয় টিকিট বিক্রি। অনেকে দীর্ঘ ১০-১২ ঘণ্টা অপেক্ষার পর হাতে টিকিট পেয়ে মহাখুশি।
আজ বিক্রি করা হচ্ছে ঈদের আগের দিনের (১১ আগস্ট) টিকিট। বেশির ভাগ কর্মজীবীরা ঈদের আগের দিনই বাড়ি ফিরতে চান। এজন্য টিকিট কিনতে বৃহস্পতিবার (১ আগস্ট) মধ্য রাত থেকে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করেন হাজারো মানুষ।
কমলাপুর রেলস্টেশন থেকে তিনটি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। শুক্রবার কাউন্টার ও অনলাইন মিলে ৩৭টি আন্তঃনগর ট্রেনের ২৭ হাজার ৮৫৫ টিকিট বিক্রি করা হচ্ছে।
কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে। এদিকে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে কাজ করছে আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, আর্মড পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিডি প্রতিদিন/হিমেল