বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় এবার হাইকোর্টে জামিন আবেদন করেছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
জেলা আদালতে বেশ কয়েকবার আবেদন খারিজ যাওয়ায় সোমবার হাইকোর্টে জামিন আবেদন করা হয়।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন এবয় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সর্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ট্রাস্টি সুপ্রিমকোর্টের আইনজীবী জেড আই খান পান্না গণমাধ্যমকে বলেন, রবিবার আবেদন প্রস্তত করে আজ (সোমবার) ফাইল করেছি।
গত ৩০ জুলাই বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন।
২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের মৃত্যু হয়।
গত ১৬ জুলাই সকালে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনার পুলিশ লাইনে নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন রাত ৯টার দিকে মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম