বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে করা আবেদনের ওপর আগামীকাল শুনানি হবে।
মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আগামীকাল এ মামলার শুনানি হবে।
এর আগে, আজ শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্নির পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর।
জামিন আবেদনের পক্ষে আইনজীবী জেড আই খান পান্না। জামিন আবেদনটি আদালতে উত্থাপিত তলে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না আদালতে বলেন, এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। এ মামলায় মিন্নি চাক্ষুষ সাক্ষী অথচ মামলার ১২ নম্বর আসামির বক্তব্যের প্রেক্ষিতে মিন্নিকে আসামি করা হয়েছে। অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ মামলা।
এ সময় ডেপুটি এটর্নি জেনারেল রেজাউল করিম আদালতের কাছে সময় আবেদন করে বলেন, এ মামলায় এটর্নি জেনারেল বক্তব্য রাখবেন। এজন্য সময় প্রয়োজন। পরে আদালত আগামীকাল শুনানির দিন ধার্য করে আদেশ দেয়।
বিডি-প্রতিদিন/মাহবুব