দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, ক্যাসিনো-কাণ্ডে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় তদন্তের প্রয়োজনে সিঙ্গাপুর যাওয়া হবে। আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এ তথ্য জানান।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরও বলেন, তদন্তের স্বার্থে ক্যাসিনো কাণ্ডে জড়িতদের নাম এখনই প্রকাশ করা সম্ভব নয়। এতে সরকারি কর্মকর্তারা যদি কেউ জড়িত থাকে তাহলে আমরা অনুসন্ধান করব। তিনি বলেন, ইতিমধ্যে ১৫-২০ জনের ক্যাসিনো সম্পর্কিত যে তথ্য এসেছে, অবৈধ অর্থ যা এসেছে, কিন্তু ক্যাসিনো অভিযান আমাদের সাবজেক্ট নয়, আমরা প্রাপ্ত টাকার বৈধতা নিয়ে অনুসন্ধান শুরু করেছি বলে জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার