১৫ অক্টোবর, ২০১৯ ১০:১৭

ক্যাসিনোয় জড়িত ৪৩ জনের সম্পদের তথ্য দুদকের হাতে

অনলাইন ডেস্ক

ক্যাসিনোয় জড়িত ৪৩ জনের সম্পদের তথ্য দুদকের হাতে

দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্যাসিনোর সঙ্গে জড়িতদের ৪৩ হোতার দেশে-বিদেশে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে। দুদক শিগগিরই তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নোটিশ দেবে এবং একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যায়। 

গত সপ্তাহে র‍্যাব ও বাংলাদেশ ব্যাংক ক্যাসিনোর সঙ্গে জড়িতদের বিষয়ে গুরত্বপূর্ণ তথ্য-উপাত্ত কমিশনকে দেয়। এই ৪৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন উপায়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ ক্যাসিনোয় জড়িতদের অবৈধ সম্পদের অনুসন্ধানে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) মহাপরিচালকের সঙ্গেও বৈঠক করেন দুদকের চেয়ারম্যান।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর