১৬ অক্টোবর, ২০১৯ ০০:১৩

যেখানে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

যেখানে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

প্রতীকী ছবি

ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টি দূরীকরণে দক্ষিণ এশিয়ার দুই বড় দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তবে নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। 

বিশ্ব ক্ষুধা সূচক (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-জিএইচআই) ২০১৯-তে এ তথ্য পাওয়া গেছে। এবারের সূচক অনুসারে বাংলাদেশের অবস্থান ৮৬তম। ১১৯টি দেশকে নিয়ে এই সূচক করা হয়েছে। ২০১৮ সালের সূচকেও বাংলাদেশ একই অবস্থানে ছিল। 

এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১০৩তম এবং পাকিস্তান ১০৬তম স্থানে রয়েছে। এই দুটি দেশই বাংলাদেশের অনেক পেছনে। তবে নেপাল (৭২) ,শ্রীলঙ্কা (৬৭) এবং মিয়ানমার (৬৮) বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) এই সূচকটি প্রকাশ করা হয়েছে। যৌথভাবে এটি প্রকাশ করেছে আয়ারল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মানভিত্তিক সংস্থা ওয়েলটহাঙ্গারহিলফ।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর