১৬ অক্টোবর, ২০১৯ ২০:০৩

সংসদের পঞ্চম অধিবেশন ৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

সংসদের পঞ্চম অধিবেশন ৭ নভেম্বর

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ, কয়টি বিল উত্থাপিত হবে, প্রশ্নোত্তর পর্বসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৯ সালের ৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
 
সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়েছিল গত ১২ সেপ্টেম্বর। ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাদকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে বলে জানা যায়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর