১৯ অক্টোবর, ২০১৯ ২১:১০

বাক স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

বাক স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

গঠনমূলক সমালোচনা সহ্য করার মানসকিতা গড়ে তোলার আহ্বান জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাক স্বাধীনতা ও যুক্তির মধ্য দিয়ে পরমত সহিষ্ণুতা চর্চার সুযোগ ঘটে, যা গণতন্ত্রের জন্য অপরিহার্য। যুব ছায়া সংসদ বা ইয়ুথ পার্লামেন্ট ধারণার মাধ্যমে মুক্ত চিন্তার বিকাশ ঘটে। মুক্ত চিন্তার বিকাশ জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। তরুণদের মুক্ত চিন্তার বিকাশে যুব ছায়া সংসদ ভূমিকা রাখছে। 

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘যুব ছায়া সংসদ’ এর ৮ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় এবারের প্রতিপাদ্য বিষয় ‘খাদ্য অপচয় রোধ, পুষ্টিকর ও নিশ্চিত করুন, যুব ক্ষমতায়নে অগ্রাধিকার দিন’। এই অধিবেশন উদ্বোধন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত এমপি, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। সভাপতিত্ব করেন সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারি জেনারেল শিশির শীল। স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় নির্বাচনী এলাকার আদলে ৩০০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন মিলিয়ে মোট ৩৫০ জন শিক্ষার্থী এই যুব ছায়া সংসদে প্রতিনিধিত্ব করেছেন। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার, ড্যান চার্চ এইডসহ দেশের চল্লিশটিরও অধিক স্বেচ্ছাসেবী সংগঠন এই যুব ছায়া সংসদ আয়োজন করে। 

সভায় বলা হয়, আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের ধারা কেমন হবে তা নির্ভর করছে আজকের তরুণেরা কিভাবে গণতন্ত্র চর্চ্চা করছে তার উপর। সেই দিকটি বিবেচনায় রেখেই তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক ধ্যান ধারণার বিকাশে যুব ছায়া সংসদ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

 বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর