নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনসমর্থন হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ দুর্নীতিমুক্ত করতে অভিযান চলছে। দেশবাসী এ পদক্ষেপে প্রধানমন্ত্রীর প্রশংসা করছে।
তিনি বলেন, নুসরাত হত্যাকাণ্ডের ছয় মাসের মধ্যে বিচার হয়েছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ রায়েও নাকি খুঁত আছে। টেলিভিশনের টকশোতেও কিছু তথাকথিত বুদ্ধিজীবী এ রায়ের বিপক্ষে কথা বলছেন।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংবাদিক নেতা আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/মাহবুব