Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৭ নভেম্বর, ২০১৯ ১৭:৫২

ধুপখোলা মাঠে খোকার জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

ধুপখোলা মাঠে খোকার জানাজা সম্পন্ন

পুরান ঢাকার ধুপখোলা মাঠে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার জানাজা সম্পন্ন হয়েছে। 

এরপর তার মরদেহ জুরাইন কবরস্থানে নেওয়া হয়। সন্ধ্যার পর সেখানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় সাবেক কর্মস্থল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবন প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়। এই জানাজায় ডিএসসিসি মেয়র সাঈদ খোকনসহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ অংশ নেন।

সাদেক হোসেন খোকা নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় ইন্তেকাল করেন। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি।

বিডি-প্রতিদিন/মাহবুব

 


আপনার মন্তব্য