জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি গণমানুষের আস্থা অর্জনের রাজনীতি করছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে সিলেট জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জাতীয় পার্টি হতদরিদ্রের ভাগ্য উন্নয়নে পল্লীবন্ধুর আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে।
এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আরাফাত