ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ভোট দিতে পারছেন না। এক ঘণ্টা টেষ্টা করেছেন। তার হাতের ফিঙ্গার মেলেনি।
আজ শনিবার সকাল ৯টায় ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ৯টা ১০ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গত ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপস পদত্যাগ করলে ঢাকা-১০ নির্বাচনী আসন শূন্য হয়।
বিডি প্রতিদিন/ফারজানা