ঢাকা-১০ আসনসহ দেশের তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, আমরা কাউকে ডাকবো না। ভোটাররা যদি কোয়ারেন্টাইন মেইনটেইন করে ভোট দিতে আসেন তাহলে ভোট দেবেন।
আজ শনিবার রাজধানীর লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনিরাপদ মনে করলে ভোটকেন্দ্রে আসার দরকার নেই। ভোটার ভোট দিতে বাধ্য নয়; সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ভোটের আয়োজন করা হয়েছে। আতঙ্ক যাতে না ছড়ায় সে জন্যই ভোট বন্ধ হয়নি। মানুষ বাজারে যাচ্ছে, ভোট দিতে আসলে কী সমস্যা?
বিডি প্রতিদিন/ফারজানা