ঢাকা-১০ আসনের উপনির্বাচনে শুক্রাবাদ নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নারী কেন্দ্রের ৬ নং কক্ষে ২ ঘণ্টা ১৭ মিনিটে ভোট পড়েছে মাত্র ১টি।
এদিকে, সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত (তিন ঘণ্টায়) শুক্রাবাদ নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নারী কেন্দ্র (৭৮) ২৯৫৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ২৩জন। অথচ এ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৪৬জন দায়িত্ব পালন করছেন।
সকালে ভোট শুরুর পর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।
অন্যদিকে, রাজধানীর লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোটার শূন্য দেখা গেছে। কেন্দ্রটিতে শুধু সাংবাদিক, নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্ট আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন