নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, আতঙ্ক যাতে না ছড়ায় সে জন্যই ভোট বন্ধ হয়নি। তিনি বলেন, মানুষ বাজারে যাচ্ছে, ভোট দিতে আসলে কী সমস্যা। শনিবার রাজধানীর লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, অনিরাপদ মনে করলে ভোটকেন্দ্রে আসার দরকার নেই। ভোটার ভোট দিতে বাধ্য নয়; সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ভোটের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন