প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে বাংলাদেশেও। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ জন এবং মারা গেছেন দুইজন। তাই চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ২২ ও ২৩ মার্চ মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে।
শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ বিষয়টি অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
আগামীকাল রবিবার (২২ মার্চ) বেলা ১১টায় এ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সেজন্য সকাল ৯টায় সংসদ ভবন থেকে এমপিদের ধানমন্ডিতে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু জনসমাগম এড়াতে ওই কর্মসূচি স্থগিত করা হয়। শেষ পর্যন্ত অধিবেশনই স্থগিত করা হলো। ২২ মার্চ শুরু হয়ে ২৩ মার্চও এ অধিবেশন চলার কথা ছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন