২৯ মার্চ, ২০২০ ০৮:৫৪

তবুও হাতিরঝিলে ঘুরতে যাচ্ছে মানুষ

অনলাইন ডেস্ক

তবুও হাতিরঝিলে ঘুরতে যাচ্ছে মানুষ

সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। বন্ধ করে দেওয়া হয়েছে সব অফিস-আদালত, দোকানপাট। দেশের সব মানুষকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন না থাকলে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কিন্তু ঘরে থাকার নির্দেশনা অমান্য করে রাজধানীর হাতিরঝিলে ঘুরতে ভিড় জমান অনেকে।

শনিবার সন্ধ্যার পর হাতিরঝিলের বিভিন্ন স্থানে অনেককেই আড্ডা দিতে দেখা যায়। আড্ডা দিচ্ছেন পরিবারের সদস্যদের নিয়েও। কেউ এসেছেন বন্ধু বান্ধবের সঙ্গে।

এসময় গণমাধ্যমের ক্যামেরা দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন অনেকে। ক্যামেরার মুখোমুখি হয়ে কয়েকজন নিজেদের ভুল স্বীকার করে নেন।

হাতিঝিলে কেন এসেছেন? একজনের কাছে জানতে চাইলে তিনি জানান, কেন এসেছি জানি না। তবে আসার জন্য দুঃখিত।

আরেকজন বললেন, একটু দেখতে আসলাম রাস্তা-ঘাটের পরিবেশ কেমন। তবে আসাটা ঠিক হয়নি।

এখানে বাসে আড্ডা দিচ্ছেন কেন এমন প্রশ্নে এক ব্যক্তি বলেন, বনশ্রী যাওয়া জন্য বের হয়েছি। তবে এখানে বসে অন্যায় করেছি। সূত্র: সময় টিভি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর