শিরোনাম
১০ এপ্রিল, ২০২০ ০১:১৪

দুর্গম পাহাড়ে সাড়ে ১১ হাজার শিশুকে হামের টিকা দিতে গেল বিমান বাহিনীর হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক

দুর্গম পাহাড়ে সাড়ে ১১ হাজার শিশুকে হামের টিকা দিতে গেল বিমান বাহিনীর হেলিকপ্টার

সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সহায়তা প্রদান করে থাকে। 

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭এসএইচ হেলিকপ্টার যোগে বৃহস্পতিবার ১০ জনের একটি টিকা প্রদানকারী দল খাগড়াছড়ি জেলার মারিশা হতে নিউ থাংনাং পাড়া গমন করে। খাগড়াছড়ি জেলার সাজেক ইউনিয়ন এর দুর্গম পাহাড়ী এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সেখানে প্রায় ১১৫০০ শিশুকে টিকা দেয়ার জন্য এই দলটি গমন করে। 

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের এই জরুরী অবস্থাতেও গত ২৫ মার্চ ২০২০ তারিখে রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের শেয়ালদহে হামে আক্রান্ত ৫ শিশুকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছিল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর