তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কুয়েতে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুলকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন।
তার বিরুদ্ধে মানব ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। এ বিষয়ে রবিবার তদন্ত শেষ হওয়ার কথা রয়েছে। খবর আরব টাইমসের।
কাজী শহীদ ইসলাম পাপুল লক্ষ্মীপুর-২ আসনের এমপি।
বিডি প্রতিদিন/কালাম