শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
রাঙামাটিতে বসুন্ধরার পিসিআর ল্যাব উদ্বোধন
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি :
অনলাইন ভার্সন
রাঙামাটিতে দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে নির্মিত পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ভবনে এ ল্যাব উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অ ল (বেপজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবির, সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা ও রাঙামাটি করোনা ইউনিটের চিকিৎসক ডা. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ অর্থনৈতিক অ ল (বেপজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, রাঙামাটিবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল একটি পিসিআর ল্যাব। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এ ল্যাব স্থাপনের টাকা দিয়ে পার্বত্য অঞ্চলের মানুষের দাবি পূরণ করেছেন।
তিনি আরও বলেন, এ ল্যাবে শুধু রাঙামাটিবাসীর করোনা নমুনা না অপর দু’পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানবাসীও এ ল্যাবে করোনা পরীক্ষা করতে পারবে। ল্যাব পরিচালনা করবেন দক্ষ চিকিৎসকরা। যাতে পার্বত্য অঞ্চলের মানুষ কোন রকম চিকিৎসা সেবা থেকে সুবিধা বঞ্চিত না হয়।
রাঙামাটি করোনা ইউনিটের চিকিৎসক ডা. মোস্তফা কামাল বলেন, ল্যাবটি পরিচালনা করার জন্য একজন ভাইরোলজিস্ট এবং তিনজন মেডিকেল ল্যাব সহকারী নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ল্যাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আউটসোর্সিং প্রকল্পের মাধ্যমে স্বল্প মেয়াদী কিছু লোকবল নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম পরিচালনা, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সংক্রান্ত সমন্বয় সভা হয়। পবন চৌধুরীর উপস্থিতিতে ওই সভার শুরুতে ল্যাব স্থাপনের জন্য দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৬৯ লাখ টাকার চেক রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর