টিকটকার ইয়াছিন আরাফাত অপুর বিরুদ্ধে সড়কে মারামারির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন নতুন ওই দিন ধার্য করেন।
গত ৩ জুলাই অপুকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। গত ৩ আগস্ট সন্ধ্যার পর অপু ভাইকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৭ আগস্ট জামিন পান অপু।
জানা যায়, গত ২ আগস্ট উত্তরায় রাস্তা আটকিয়ে টিকটক ভিডিও করছিলেন অপু ও তার দল। এ সময় পথচারী প্রকৌশলী মেহেদি হাসান রবিন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তোলে। এ ঘটনায় পরদিন মামলা করেন রবিন।
তার বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগে মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়, টিকটকার অপু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সড়কে গাড়ি চলাচল রোধ করে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে। অপু ও তার সহযোগীরা এসময় চুরিও করে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ