২৫ অক্টোবর, ২০২০ ২২:০০
ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য

ঢাবি শিক্ষক জিয়া রহমানের অভিযোগ তদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক

ঢাবি শিক্ষক জিয়া রহমানের অভিযোগ তদন্তের নির্দেশ

জিয়া রহমান

টেলিভিশনের টকশোতে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।

আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বাদী হয়ে পৃথক মামলা দুইটি করেন দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ও আইনজীবী ইমরুল হাসান।

এ বিষয়ে ওই ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন সাংবাদিকদের জানান, দুই বাদীর জাবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামস জগলুল হোসেন অভিযোগের বিষয় দুইটি ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগকে (সিটিটিসি) তদন্ত করে আগামী ১ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।  

মামলার অভিযোগে বলা হয়, একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে ২২ অক্টোবর ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া রহমান।  

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর